প্রিয় বন্ধুরা, আমরা প্রতিদিনই ডিমের ব্যাবহার করি। সাধারনত ডিম সাদা কালারের হয়ে থাকে। আর তাতে কোন অস্বাভাবিক কিছু থাকে না। কিন্তু আজ আমি এই পোষ্টে এমন আজব ডিমের কথা জানাচ্ছি যা আপনারা আগে দেখেননি!

(Tinamou) টিনামোঃ
হয়তো আপনারা এই পাখিটি প্রথম দেখছেন। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই পাখিটি সম্পর্কে জানে না। কারন এই পাখিদের জীবন জাপন অনেক গোপনীয় হয়ে থাকে। পুরো পৃথিবীতে এই পাখিটির শুধুমাত্র ৪৭ টি বেঁচে আছে।


এই পাখির ডিম পৃথিবীর সব পাখির ডিম থেকে আলাদা হয়ে থাকে! এদের ডিম পরিষ্কার এবং অনেক গাঢ় রঙিন কালার হয়ে থাকে।


স্ত্রী পাখি ডিম দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পুরুষ পাখি এই ডিমের দেখাশোনা করে। এই পাখির ডিম ভিবিন্ন কালার হয়ে থাকে।


তাদের ডিমের আকার একদম মুরগীর ডিমের মতো হয়ে থাকে। ডিম রঙিন হওয়ায় দেখতে খেলনা ডিমের মতো মনে হয়। আপনি কখনো এমন রঙিন ডিম দেখেছেন?