পৃথিবীর মাটির গভীর নিচে আসলে কি আছে জানেন কি? - জানা অজানা রহস্য - Jana Ojana Rohosso!

মানুষ মারা গেলে তাকে মাটির নিচে রেখে আসা হয়। মাটির নিচে শুধু কবরই থাকে! ছোট বেলা থেকে এমনটা শুনে শুনে বড় হয়েছি। তবে মাটির নিচে কিন্তু শুধু কবরই নয়! আরো অনেক কিছু রয়েছে। প্রতিনিয়তই বিজ্ঞানী ও গবেশকরা ভিবিন্ন গ্রহের উপর রিসার্চ করছে। পত্র-পত্রিকায় পাঠকরা সেসব দেখছে। কিন্তু আমাদের এই পৃথিবীর মাটির নিচে কি কি রয়েছে সে সম্পর্কে অনেকাংশে তেমন ধারনাই কারো নেই।

বিজ্ঞানীরা শুধু এতটুকু ধারনা দিতে পেরেছে যে মাটির নিচে Metal Crest আর OR এর আলাদা আলাদা লেয়ার রয়েছে।


মানুষ মাটির নিচে একদম গভিরে যাওয়ার চেষ্টাও চালিয়েছে। পুরোপুরি ভাবে সেটি সফল হওয়া সম্ভব নয়! তাই মাটির নিচে গিয়েও তার পথচারনার চিহ্ন রেখে এসেছে মানবজাতি। সেসব নিয়েই চলুন জেনে নেয়া যাক।

মাটির নিচে মানুষের আবিষ্কার ও পথচারনার চিহ্নঃ
  1. মাটির ১৩ ফুট নিচে রয়েছে Tutankhamun এর সমাধি। Howard Carter (Archaeologist) ১৯২২ সালে এটি আবিষ্কার করেছিলেন।
  2. মাটির ২৬ ফুট নিচে রয়েছে কুমির ধারা তৈরী গর্ত! এ গর্তটি ৪০ ফুট পর্যন্ত গভির। কোন জীব জন্তুর ধারা তৈরী এটাই সবচেয়ে গভির গর্ত।
  3. ৬০ ফুট নিচে রয়েছে চায়নার Beijing এর একটি শহর। Newkliyar যুদ্ধ থেকে বাচার জন্য এই শহরটি তৈরী করা হয়েছিলো।
  4. ৬০ ফুটের ও বেশি নিচে Peris শহরে রয়েছে এক কবর স্থান।

    যেখানে ৬০ লাখেরও বেশি মানুষের সমাধি রয়েছে। যায়গাটি ১৮-শ শতাব্দিতে আবিষ্কার করা হয়।
  5. ১১০ ফুট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভির ফার্ম। এ ফার্মটি সম্পুর্ন ষ্টিলের সেল দিয়ে ঘিরে রাখা হয়েছে।

  6. ১৩১ ফুট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর অবস্থিত সুইমিংপুল। এই সুইমিংপুলকে The Deep Joy বলা হয়। এটি ইতালিতে অবস্থিত।
  7. European এ রয়েছে পৃথিবীর সবচেয়ে গভির Metro Station। যা মাটি থেকে ৩৪৬ ফুট নিচে!
  8. Suiten-gu তে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভির হোটেল রুম। যা মাটির ৫০৮ ফিট নিচে।
  9. ৭৮৭ ফিট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভিরতম রেল-স্টেশন। এটি জাপানের ২টি আইল্যান্ডকে এক সাথে মিলিত করে।
  10. মানুষের তৈরী সবচেয়ে গভির কুয়া উ-ডিং ডাং এটি ১৮৬২ সালে তৈরী করা হয়। যা মাটি থেকে ১২৮৬ ফিট গভির!
  11. চীনে রয়েছে৷ Underground Laboratory যা মাটি থেকে ৮২০২ ফিট নিচে অবস্থিত! বলা হয় চীন প্রতিদিন মাটির নিচের এমন এমন জিনিস নিয়ে গবেষণা করেন যা সম্পর্কে বাকি দেশগুলোর কোন ধারনাই নেই।
  12. দক্ষিন আফ্রিকায় একটি গোল্ড মাইনে নির্মান করা হয়েছিলো এমন একটি লিফ্ট যা মাটি থেকে ১০,২০৩ ফিট নিচে।

Post a Comment

0 Comments